চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্দা নামলো ৭৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবের

৭৬ তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনি অনুষ্ঠান ছিল শনিবার রাতে। উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে টোড ফিলিপস পরিচালিত ‘জোকার’ ছবিটি। আর রোমান পোলানস্কি তার ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবির জন্য পেয়েছেন দ্বিতীয় পুরস্কার ‘সিলভার লায়ন।’

পুরস্কার গ্রহণের সময় স্টেজে ‘জোকার’ সিনেমার অভিনেতা জোয়াকিন ফোয়েনিক্সও উপস্থিত ছিলেন। টোড ফিলিপস ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ওয়ার্নার ব্রোস এবং ডিসিকে নিজেদের গতানুগতিক ধারার বাইরে আসার জন্য ধন্যবাদ।’

উৎসবে ‘অ্যাবাউট এন্ডলেসনেস’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রয় অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লুকা মারিনেল্লি। মার্টিন ইডেন ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। আর ‘গ্লোরিয়া মানডি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আরিয়ানে অ্যাস্কারিডে।

১১ রাত ধরে চলেছে ৭৬ তম ভেনিস চলচ্চিত্র উৎসব। এ বছর জুরি বোর্ডে প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন আর্জেন্টিনার চলচ্চিত্র পরিচালক লুক্রেসিয়া মার্টেল। গরম এবং মশার জন্য এবছরের উৎসব কিছুটা বিঘ্নিত হলেও সিনেমাপ্রেমিরা উপভোগ করেছেন। উৎসবে সামিল হতে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা ভিড় করেছিলেন ইতালির ভেনিস নগরীতে। হলিউড রিপোর্টার