সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুড়কুড়ে এর গ্রুপ ও সেমিফাইনাল পর্ব শেষে ফাইনাল এর পর্দা উঠছে আজ সন্ধ্যায়।

প্রথমবারের মত বাংলাদেশে কোনো মিউজিক্যাল রিয়েলিটি শো যেখানে কোনো একজন বিজয়ী না হয়ে দলগতভাবে একটি বিভাগ বিজয়ী হবে।
১২ হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে অডিশনে বাছাই হওয়া সঙ্গীত প্রতিভাদের গ্রুমিং শেষে ৮টি দলে ভাগ করে শুরু হয়েছিলো সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ।
মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ঢোলকস ও খুলনা খঞ্জনিস।
বসুন্ধরা কনভেনশন সিটি’র নবরাত্রি হল থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।