‘পদ আকড়ে থাকা ব্যর্থ নেতাদের কর্মীরা জুতাপেটা করবেই’

বিএনপি সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন যেসব নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যাবার পরও মুক্ত করতে পারেননি, অথচ পদ আড়কে বসে আছেন তাদের কর্মীরা জুতাপেটা করবেই। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে বিভিন্ন সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
বিজ্ঞাপন