চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসলো, ৫ হাজার ১শ’ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হয়েছে। রোববার সকাল ৮টায় স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্যদিয়ে পদ্মা সেতুর ৫ হাজার ১শ’ মিটার দৃশ্যমান হয়েছে। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৩৩তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৩৪তম স্প্যান নিয়ে ৩৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ রওয়ানা দেয়। ‘

এর আগে গত ১৯ অক্টোবর ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর ৩৩ নম্বর স্প্যান স্থাপন করা হয়। ৩৪তম স্প্যান উঠলে অক্টোবর মাসে আরও ৩টি স্প্যান স্থাপন হবে।

৩০ অক্টোবর একবারে মাওয়ায় পদ্মা তীরে ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৫তম স্প্যান স্থাপন করার কথা রয়েছে। একইভাবে ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আব্দুল কাদের।