চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পতনের বৃত্ত থেকে বেরিয়ে শেয়ারবাজারে ফিরেছে গতি

পতনের বৃত্ত থেকে বেরিয়ে আবার গতি ফিরেছে শেয়ারবাজারে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক-ডিএসইএক্স আবার ৭ হাজার পয়েন্ট ছুঁয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান বলেছেন, পুঁজিবাজার স্বাভাবিক গতিতেই চলছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Bkash July

দু’ মাসের বেশি সময় ধরে পতনের ধারায় ছিলো দেশের দুই শেয়ারবাজারে সূচক। বেশিরভাগ শেয়ারের দাম ছিলো নিম্নমুখী। ওই সময় আতঙ্কে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বেরিয়ে যান। অনেকে স্থায়ীভাবে তাদের বিও হিসাব বন্ধ করে দেন, অনেকে হয়ে পড়েন নিস্ক্রিয়।

তবে দৃশ্যপট পরিবর্তন হয় নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার থেকে। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৯৬ পয়েন্ট। এরপর থেকে সপ্তাহের প্রতিদিনই সূচক বেড়ে বৃহস্পতিবার আবারো ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছে ডিএসইএক্স।

Reneta June

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে, শেয়ারবাজারে উত্থান-পতন স্বাভাবিক। তবে বিএসইসির নীতি সহায়তা বিনিয়োগকারীদের পক্ষে।

এছাড়াও পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে বিএসইসি কাজ করে যাচ্ছে বলে জানান নীতিনির্ধারকরা।

ISCREEN
BSH
Bellow Post-Green View