চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পঞ্চগড়ে শীতকালীন সবজির বাজারজাত নিয়ে ব্যস্ত কৃষক

পঞ্চগড়ে শীতকালীন সবজি তোলা ও বাজারজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক। এ অঞ্চলে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্য জেলাগুলিতে। 

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার সবজি চাষি হায়দার আলি ৩০ বিঘা জমিতে আবাদ করেছেন শীতকালীন বিভিন্ন সবজি। প্রতি বিঘায় গড়ে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। এখান থেকে এক লাখ টাকার সবজি বিক্রির আশা তার।

সবজির বাজারদর ও চাহিদা থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে বাজারে। কৃষকের পাশাপাশি এবার লাভবান পাইকার ও ব্যবসায়ীরা।

জেলায় এ বছর  ৪৫২ হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজির আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আবু হোসেন।

জেলার মাটির গঠন ও আবহাওয়া অনুকুল থাকায় শীতকালীন সবজি চাষ কৃষকের জন্য হয়ে উঠেছে লাভজনক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে