নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় (৭২)কে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, অরুণ রায় খুলনার বঠিয়াঘাটা কলেজ থেকে অবসর নেওয়ার পর নড়াইলে গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। তার স্ত্রী নিভা রাণী পাঠক খুলনায়, ছেলে প্রকৌশলী এবং মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে তারা ঢাকায় অবস্থান করেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন।
শুক্রবার নিভা রাণী বাড়িতে এসে দ্বিতীয় তলায় প্রবেশ করে মেঝেতে গলা কাটা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।