চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নৌকা ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট, ধানের শীষ মাত্র ৪৬৮

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল

সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে মো. সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

Bkash July

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।

মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তানভীর শাকিল জয় প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে।

Reneta June

ইসি সূত্র জানায়, সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Labaid
BSH
Bellow Post-Green View