Site icon চ্যানেল আই অনলাইন

নেত্রকোনায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

Advertisements

নেত্রকোনায় কালবৈশাখী ও সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান ঘরে তোলার মুহূর্তে এতো বড় প্রাকৃতিক বিপর্যয়ে চরম লোকসানে পড়েছেন অনেক কৃষক।

কয়েকদিন আগে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডবে নেত্রকোনা সদর, পূর্বধলা, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলার প্রায় ৪০টি গ্রামে কৃষকের জমির বোরো ধান ও অন্যান্য উঠতি ফসল নষ্ট হয়ে গেছে।

জেলায় এবার এক লাখ ৮৪ হাজার নয়শ’ ৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এদিকে ধান, শাকসবজির ক্ষতির পাশাপাশি প্রায় এক হাজার কাচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।

কৃষি বিভাগের হিসেবে, চার উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ছয় হাজার হেক্টর জমির বোরো ধান, ৩০ হেক্টরের শাক-সবজি ও পাট এবং পাঁচশ হেক্টরের অন্যান্য ফসলি জমি নষ্ট হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Exit mobile version