নেটফ্লিক্সের আসন্ন থ্রিলার ‘দ্য ফর্মুলা’য় থাকছেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তার সঙ্গে থাকবেন ‘স্টার ওয়ার্স’ অভিনেতা জন বয়েগা।
‘দ্য ফার্স্ট পার্জ’ এবং ‘বার্নিং স্যান্ডস’ ছবির নির্মাতা জেরার্ড ম্যাকমারি পরিচালনা করবেন ‘দ্য ফর্মুলা’ ছবিটি। ছবির গল্পও লিখেছেন তিনি।
একজন কার রেসারের গল্প দেখানো হবে ছবিতে। যিনি তার পরিবারের জন্য রেসিং ছেড়ে দেন এবং পেশা হিসেবে গাড়ি চালানোর পেশায় নিয়োজিত হয়ে যান।
পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন ম্যাকমারি। প্রযোজক হিসেবে আরও থাকছেন জানে রোজেনথাল, ডি নিরো এবং বেরি ওয়েলশ।
রবার্ট ডি নিরোর আসন্ন আরও দুটি ছবি হলো মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ এবং ডেভিড ও রাসেলের ছবি। ডেভিড ও রাসেলের ছবির নাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস