সাভার প্রতিনিধি: সাভারে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মিজানুরের সহযোগী সেলিম পালোয়ানকে আটক করেছে পুলিশ।
তবে এ ঘটনায় এখনো পলাতক রয়েছে হত্যাকাণ্ডের মূল কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান। আটক সেলিম পালোয়ান সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।

বুধবার সকালে মানিকগঞ্জের আরিচা থেকে আটক করা হয় তাকে।
পুলিশ বলছে, সেলিম পালোয়ান সরাসরি মিজানুর রহমানের সাথে স্কুলছাত্রীকে হত্যাকাণ্ডে অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে।
ইতোমধ্যে আলোচিত এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।