চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিহতদের পরিবারকে অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

সাভারের কাঠগড়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ভবনে গর্ভনর ড. আতিউর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘সামাজিক দায়বদ্ধতা এবং দুর্যোগ ব্যবস্থা তহবিল’ থেকে এ অনুদান দেওয়া হয়েছে।

Bkash

লোমহর্ষক ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে আনুরোধ জানান ডেপুটি গর্ভনর। ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা কীভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে আগামী ব্যাংকার্স বৈঠকে আলোচনা করা হবে।

এছাড়া ব্যাংকগুলো যাতে তাদের শাখার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে সে বিষয়ে নির্দেশনা পালনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কাছের থানার সাথে একটি হটলাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে শিগগিরই ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Reneta June

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View