নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

করোনা মহারারিতে দুই বছর অপ্রত্যাশিত বন্ধের পর বৈশাখের বাতাবরণে মঙ্গল শোভাযাত্রায় বাঙ্গালিরা নিজেদেরকে তুলে ধরেছেন স্বমহিমায়। রজনীকান্ত সেনের গীতিকবিতা পংক্তি ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ প্রতিপাদ্য করে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার।
রিপোর্টার: মাশরুর শাকিল
ক্যামেরাপারসন: রাসেল