জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন নিয়ে এখনও অনেক সংশয় আছে। নির্বাচন হবে কি হবে না জানি না। এ অবস্থায় আগামী দিনগুলো স্বচ্ছ কিনা মনে হয় না আমার।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনকালীন সরকার সংসদে আমার যারা আছি সকল দলের সমন্বয়ে গঠন করতে হবে।
সমাবেশে আগামী নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সভাপতির বক্তব্যে এরশাদ বলেন, আগামী নির্বাচন তার জীবনের শেষ নির্বাচন। তিনি তার জীবন দেশের মানুষের জন্য উৎসর্গের ঘোষণা দেন।
এর আগে মহাসমাবেশে যোগ দিতে ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকেই আসতে থাকেন নেতা-কর্মীরা। তবে সমাবেশ শুরুর আগেই দু’গ্রুপের সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ।
সমাবেশে মূল মঞ্চের পাশাপাশি আরেকটি মঞ্চ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সমাবেশ শুরুর আগে শিল্পীরা সেখানে গান পরিবেশন করতে থাকেন।
শিল্পী শাহনাজ বেলীর গান চলার সময় অতর্কিত মঞ্চের সামনে হামলা করে জোটের শরীক দল খেলাফতে মজলিশ গান বন্ধ করে দেয়।
