চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট, চরম অনিয়মের অভিযোগ সুজনের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩টি কেন্দ্রে ‘বিস্ময়করভাবে শতভাগ ভোট পড়ার অনিয়ম’ তদন্তে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদের প্রতি দাবি জানিয়েছে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)।

এজন্য রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

একাদশ জাতীয় নির্বাচনে ১০৩টি আসনের ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বলে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুজন।

সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও জানায়, ৭৫ আসনের মধ্যে ৫৮৭ কেন্দ্রে শতভাগ বৈধ ভোট পেয়েছেন বিদ্রোহী প্রার্থী।

সুজনের নির্বাহী সদস্য কলামিস্ট আবুল মকসুদ অভিযোগ করে বলেন, ‘অতীতের সব নির্বাচন কমিশন ভোটের অনিয়মে গোঁজামিল করেছে। আর এই ইসি করেছে সোজামিল, রোজ হাশরের ময়দানে আল্লাহ সিইসির বিচার করবেন।’

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সিইসি নূরুল হুদাসহ বাকিদের অপসারণ করে নতুন করে নির্বাচন করার দাবি জানান ড. স্বাধীন মালিকসহ অন্যান্যরা।