চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিপীড়‌নের ঘটনায় পুলিশ ও ঢা‌বির তদন্ত কমিটি

বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নির্যাতনের ঘটনা তদন্তে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খানকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে কী পরিস্থিতিতে, কী ধরণের ঘটনা ঘটেছিলো, ঘটনার জন্য দায়ী কারা এবং ঘটনার সময়ে পুলিশের কোনো গাফিলতি ছিলো কিনা ,তা তদন্ত করে সুপারিশসহ সাত দিনের মধ্যে রমনা বিভগের ডিসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত  যৌন হয়রানির অভিযোগ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রামাণিক তথ্য চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহবায়ক ড. নাসরিন আহমাদ ’র দপ্তরে লিখিতভাবে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View