নিজের সিনেমা দেখে আবেগে কাঁদলেন নোভা
মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার প্রিমিয়ার শো প্রদর্শনী হয়েছে। সাংবাদিক, তারকাসহ বিভিন্ন শ্রেণির মানুষ সিনেমাটি উপভোগ করেছেন। এটি উপভোগ করতে সবাই ব্লকবাস্টারের ভেতরে হাসতে হাসতে প্রবেশ করলেও অধিকাংশ মানুষই বেরিয়েছেন চোখের পানি মুছতে মুছতে। নোভা ফিরোজ বলেন, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ‘মৃধা বনাম মৃধা’ দেখবেন। প্রথম সিনেমা হিসেবে যতটুকু অভিনয় করেছি, নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। সিনেমাটি একটি বন্ধনের গল্প। আশা করি, সবার ভালো লাগবে।
ভিডিও: নাহিয়ান ইমন