আখতারুজ্জামান আখতার: পাবনার আতাইকুলা থানার এসআই (উপপরিদর্শক) হাসান আলী (২৮) নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে থানার ছাদ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উপপরিদর্শক হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শামিমা আখতার মিলি জানান: হাসান আলী প্রশিক্ষণ শেষ করে এ বছরের ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় উপপরিদর্শক হিসেবে যোগদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান: কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। মৃতদেহের কাছ থেকে তার ব্যবহৃত একটি ভাঙা সিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান: সিআইডির বিশেষ টিম রাজশাহী থেকে রওনা হয়েছে। তারা এসে সুরতহাল দেখার পরই মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপর তার মৃতদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।
বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।