নিজের বাড়ির নির্মাণশ্রমিক আনোয়ার হোসেনের হাতেই খুন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ৭১ বছর বয়সী সাঈদা গাফফার।
এমন তথ্য জানিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশ বলছে, নিহত অধ্যাপকের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল আনোয়ার। তখন তিনি ডাক চিৎকার দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে টাকা নিয়ে পালিয়ে যায় ওই নির্মাণশ্রমিক।
নিহত সাঈদা গাফফারের নির্মাণাধীন বাড়ির শ্রমিক আনোয়ার হোসেনকে (২৫) গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
এর আগে শুক্রবার ১৪ জানুয়ারি বেলা ১১টার দিকে কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাঈদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত কিবরিয়া উল খালেকের স্ত্রী।
গত ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে তার ছেলেমেয়েরা কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তার মেয়ে সাহিদা আফরিন বৃহস্পতিবার কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, জিডির পর নির্মাণাধীন বাড়ির প্লটে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পরে ওই প্লটে কর্মরত নির্মাণশ্রমিক আনোয়ারকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে প্লট থেকে একটু দূরে একটি জঙ্গল থেকে অধ্যাপক সাঈদা গাফফারের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজমিস্ত্রী আনারুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। অধ্যাপক সাঈদা গাফফারের হাতে টাকা দেখে ছিনিয়ে নিতে চায় সে। এসময় সাঈদা গাফ্ফার চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় আনোয়ার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন প্রফেসর সাঈদা গাফ্ফার। পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে বাড়ি নির্মাণ করার সুবাদে তিনি গত ১১ মাস আগে স্থানীয় জনৈক মোশারফ মৃধার বাড়িতে ভাড়া বাসায় উঠেন।