আগামী মাসে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটি বাতিল হওয়ার খবর দিয়েছে।
অস্ট্রেলিয়া দলের জন্য বাধ্যতামূলক আইসোলেশন ও কোয়ারেন্টাইনের জন্য জায়গার ব্যবস্থা না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজটি আর হচ্ছে না। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘সীমান্তে বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করা অনিবার্য ছিল। যে সময়ে আমরা সফরের সময় নির্ধারণ করেছিলাম, তাতে আমরা আশাবাদী ছিলাম যে ট্রান্স-তাসমান সীমান্ত যারা নিয়ম মানবে তাদের জন্য খুলে দেয়া হবে।’
ওমিক্রনের আবির্ভাবে সীমান্তের নিয়ম বদলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘সিরিজটি চালিয়ে যাওয়াটা আমাদের জন্য অসম্ভব। এটা হতাশাজনক। তবে আমরা জানি এটা ব্যক্তি, ব্যবসায়িক ও খেলাধুলা যেকোনো বিষয়ের ক্ষেত্রেই সবার জন্য সমান।’

এর আগে গত জানুয়ারিতে করোনা প্রটোকল ও কোয়ারেন্টিন প্রক্রিয়া জটিল হওয়ায় অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার কথা জানিয়েছিল নিউজিল্যান্ড। সফরে গেলে নিজ দেশে ফিরে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হতো কেন উইলিয়ামসনের দলকে।