সার্বিয়ার বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লন্ডন প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান সেমিফাইনালে উঠে রীতিমতো চমকে দিয়েছিলেন। অথচ দৌড় শুরু না করার খেসারত দিয়ে তাকে বাজেভাবে আসর থেকে বিদায় দিতে হল।
গত শনিবার বাংলাদেশ সময় রাতে ৬০ মিটার স্প্রিন্টের পুরুষ এককের সেমিফাইনালের প্রথম হিটে সাত নম্বর লেনে ছিলেন ইমরানুর। স্টার্ট সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা দৌড় শুরু করলেও ইমরানুর বিস্ময়করভাবে দাঁড়িয়ে থেকে নিজের ভালো করার সম্ভাবনাকে জলাঞ্জলি দেন।

এর আগে পাঁচ নম্বর হিটে দৌড়ে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় দলে ইমরানুর সেমিতে ট্র্যাকে নামার যোগ্যতা অর্জন করেছিলেন।