নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ৩ যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহগুলোকে উদ্ধার করেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন- সোনারগাঁ বস্তল এলাকার মো মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী। জহিরুল ইসলাম জেসলু একটি লেগুনার মালিক। বাকি দুজন লেগুনার চালক, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, রাতে কোনো একসময় ডাকাত সন্দেহে এই ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, রাত ১০টায় তারা (নিহতরা) লেগুনা নিয়ে রূপগঞ্জের গাউছিয়া এলাকা থেকে গার্মেন্টসের শ্রমিকদের আনতে যায়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। সকালে তারা জানতে পারেন, সবাই মারা গেছেন। নিহতের পরিবারের দাবি তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।