‘নাম্বার ওয়ান শাকিব খান’-এর ১০ বছরপূর্তি
সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘নাম্বার ওয়ান শাকিব খান’ মুক্তির ১০ বছর পূর্ণ করলো ১১ সেপ্টেম্বর। ২০১০ সালের এদিনে বদিউল আলম খোকন পরিচালিত ও মো: হোসাইন প্রযোজিত এ ছবি মুক্তি পেয়েছি। মেগাহিট এ ছবির সাফল্যের গল্প নিয়ে চ্যানেল আই অনলাইনের এ আয়োজন…