Site icon চ্যানেল আই অনলাইন

নাদালকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সঙ্গী ফেদেরার

উইম্বলডনের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। শুক্রবার রাতে স্প্যানিশ তারকাকে হারিয়ে ফাইনালে আরেক চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের সঙ্গী হয়েছেন ফেড-এক্স।

সেমিতে নাদালকে ৭-৬ (৭-৩), ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপার ম্যাচে আসেন ফেদেরার। রোববার ফাইনালে ৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকারের মুখোমুখি হবেন ৩৭ বছর বয়সী সুইস মহাতারকা।

ছেলেদের এককে উইম্বলডনে রেকর্ড আটটি শিরোপা জিতেছেন ফেদেরার। রোববারের ফাইনালে জোকোভিচকে হারাতে পারলে উইম্বলডনে মেয়েদের এককে সর্বোচ্চ শিরোপাধারী মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড স্পর্শ করবেন রজার।

অন্যদিকে শুক্রবার দিনের প্রথম সেমিতে স্প্যানিশ তারকা রবের্তো বাতিস্তাকে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ১৫টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ। ফাইনালে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে ফেদেরারকে।

ষষ্ঠবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে খেলবেন সার্বিয়ান জোকার। আগে ২০১১, ২০১৪, ২০১৫ ও ২০১৯ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

এদিন ৬-২ গেমে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট হেরে যান জোকোভিচ। কিন্তু পরের সেটে ৪-৬ গেমে জেতার পর আগুস্তের দৌড় থেমে যায়। শীর্ষ বাছাই জোকোভিচ এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষে পরের দুই সেট জিতে নেন অনায়াসেই।

Exit mobile version