চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাজমুল হুদার বিতর্ক বিষয়ক বই ‘বিতর্কে হাতেখড়ি’

সব তর্ককে কি বিতর্ক বলা যায়? বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? যুক্তিবোধ, কণ্ঠ-কারুকাজ ও কথা-কৌশল, বাক্য নির্মাণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপনা শৈলীর পাশাপাশি আর কি কি লাগে একজন বিতার্কিক হতে হলে?

আচ্ছা, কত ধরনের বিতর্ক হতে পারে? সনাতনী, সংসদীয়, জাতিসংঘ মডেল, জুটি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, বারেয়ারী বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্কসহ আরো কত ধরনের বিতর্ক হতে পারে?

এসব প্রশ্নের জট খুলে ছক, ছবি ও উদাহরণের মাধ্যমে তরুণ তার্কিকদের জন্য বিতর্ক শিক্ষা সহায়ক বই ‘বিতর্কে হাতেখড়ি’ লিখেছেন জাতীয় বিতর্ক সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা।

বইটির ভূমিকা লিখেছেন সাবেক তুখোড় তার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। প্রচ্ছদ করেছেন মাঝি বাধন।

হ্যান্ডবুক সাইজের চমৎকার চাররঙা প্রচ্ছদের ৮০ পৃষ্ঠার বইটিতে বিশ্ববিতর্কের হালচালসহ দেশীয় বিতর্কচর্চার নানা দিক তুলে ধরা হয়েছে যা সবার জন্যই সহায়ক হবে বলে আশা করছেন লেখক-প্রকাশক।

অমর একুশে গ্রন্থমেলায় চমন প্রকাশের ৪২৫ নং স্টল ও রকমারি ডটকম থেকে সংগ্রহ করা যাবে বইটি।

Labaid
BSH
Bellow Post-Green View