চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন বর নিয়ে শুটিং স্পটে মাহি

বিয়ের রেশ এখনও কাটেনি। হাতে লেগে আছে মেহেদীর রঙ! এ অবস্থায় শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মজার ব্যাপার হচ্ছে, মাহির শুটিং সেটে সঙ্গে এসেছিলেন তার নতুন বর রাকিব সরকার!

গেল ১৩ সেপ্টেম্বর আবারও বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের দু’দিন পার না হতেই বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে ফিরলেন এই নায়িকা।

Bkash July

এদিকে, নতুন স্বামীকে নিয়ে সবাই হানিমুনে গেলেও মাহির ক্ষেত্রে দেখা গেলো ব্যতিক্রম। বিয়ের পর দিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান মাহি। সেখানে স্বামীর সঙ্গে দুইদিন একান্তে সময় কাটান। এরপর ফেরেন ঢাকায়। ফিরেই শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে যোগ দেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

মাহি বলেন, আমার এখন পুরোপুরি কাজে মনোযোগ। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম।এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে, দ্রুত সেসব কাজ শেষ করতে চাই। এর বাইরে আপাতত কোনো দিকে আর মনোযোগ দিতে চাই না।

Reneta June

১৩ সেপ্টেম্বর রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। উভয়ের দ্বিতীয় বিয়ে এটি।

Labaid
BSH
Bellow Post-Green View