২০২২ সালে দেশগুলো এক সাথে কাজ করার মাধ্যমে করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
বিবিসি জানায়, এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ২৮ কেটি ৮৭ লাখ মানুষ কোভিড আক্রান্ত হয়েছে ও প্রায় ৫ কেটি ৫০ লাখ মানুষ এই রোগে মারা গেছেন।
তা স্বত্ত্বেও নতুন বছরের শুরুতে করোনা নিয়ন্ত্রণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। কারণ হিসেবে করোনা মোকাবেলায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদির উপস্থিতিকে উল্লেখ করেন।
তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুদ বিষয়ে সতর্ক করে বলেন, যদি আমরা অসমতা রুখতে পারি, আমরা তবে মহামারী রুখতে পারবো।

২০২২ সালের জুলাই মাসের মধ্যে পৃথিবীর প্রায় ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।