চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন প্রজন্মকে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে: শাইখ সিরাজ

নতুন প্রজন্মকে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তা না হলে ভবিষ্যতের কৃষি পণ্যের ওপর বাংলাদেশ নিজেদের অধিকার হারাবে বলে মনে করেন তিনি।

হলিক্রস কলেজের বিজ্ঞান উৎসবের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ। এসময় বিজ্ঞান চর্চার পাশাপাশি মানবিক চর্চার ওপর জোর দেন বক্তারা।

দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দু’দিনের বিজ্ঞান উৎসবের সমাপনীতে শাইখ সিরাজ বলেন: কৃষি নিয়ে কাজ করাকে তরুণরা অচ্ছুৎ ভাবলে ভবিষ্যতের জৈবপ্রযুক্তিতে বাংলাদেশের অর্জন ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষ অতিথিরা বলেন: শুধু জৈব প্রযুক্তি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হবে না মানুষকে নিয়ে কাজ করতে দর্শন, সামাজিক বিজ্ঞান, কলাও পড়তে হবে।

হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ বলেন: আমরা শুধু সেরা শিক্ষার্থী তৈরি করি না, সেরা মানুষের আদর্শও তাদের দেয়ার চেষ্টা করি।

এবারের আয়োজনে ২৫টি কলেজ অংশ নেয়।

বিস্তারিত দেখুন মাশরুর শাকিলের ভিডিও রিপোর্টে: