
বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আগস্টের শেষ সপ্তাহে তিনি গীতিকবি মহসীন মেহেদীকে বিয়ে করেন। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ন্যানসি নিজেই।
এর কিছুদিন আগে পারিবারিকভাবে ন্যানসির আংটি বদল হয়। গেল সপ্তাহে বিয়ে হলেও ন্যানসি তার বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)।
এ বিষয়ে ন্যানসি জানান, আগস্ট শোকের মাস, তাই তিনি বিয়ে করতে চাইছিলেন না। বলেন, আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেছি। সেখানে দুই পরিবারের চারজনের মত অতিথি উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও পরিস্থিতি স্বাভাবিক হলে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার ইচ্ছে পোষণের কথাও জানান ন্যানসি।