চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নগ্ন হওয়ার কথা অস্বীকার করলেন জ্যাকি কন্যা

টপলেস ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল করে আলোচনায় জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফ। শ্রফ কন্যার এ কাণ্ডে সমালোচনায় মুখর ভারতীয় মিডিয়া। তবে এ সবে কান দিচ্ছেন না তিনি। টপলেস বিতর্কে তার পাল্টা প্রশ্ন-টপলেস মানে হচ্ছে নিপ‌ল শো করা। আমি কি করেছি?

ইন্সটাগ্রামে বরাবরই খোলামেলা কৃষ্ণা। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল কয়েকটি সাহসী ছবি ভাইরাল করে। নগ্ন ফোটোশুটের সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন খোদ নিজেই। সে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় তিনি।

Bkash July

তবে সব সমালোচনা সত্বেও বাবাকে পাশে পাচ্ছেন তিনি। জ্যাকির সাফ কথা, ‘সবাই বলছেন, ওগুলো কৃষ্ণার টপলেস ছবি। কিন্তু আপনারা ভাল করে লক্ষ করুন, ওর গায়ে টাওয়েল জড়ানো ছিল।’তাঁর মতে, ওই ছবিগুলো নিয়ে বেশ বাড়াবাড়ি করেছে মিডিয়া!

কৃষ্ণা জেনে বুঝে ছবি গুলো ভাইরাল করেছেন উল্লেখ করে বলেন,‘আমি যদি নগ্নই হতাম , তা হলে ওই ছবি সকলের সঙ্গে শেয়ার করার প্রশ্নই ওঠে না। কারণ, এতে আমার বাবা এবং ভাই টাইগার শ্রফের সম্মান জড়িয়ে রয়েছে।’

Reneta June

অনেকে বলছেন টপলেস বিতর্কে জড়িয়ে জ্যাকি কন্যা বলিউডের টাইমলাইনে আসতে চাইছেন তিনি। তবে সে বিতর্ক উড়িয়ে দিচ্ছেন জ্যাকি শ্রফ। বলেন,‘এখনই বলিউডে দেখা যাবে না কৃষ্ণাকে। এই মুহূর্তে কৃষ্ণার তো অভিনয় করার কোনও ইচ্ছে নেই। তাই এ ভাবে পরিচালক-প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ প্রশ্নই আসেনা।’

ISCREEN
BSH
Bellow Post-Green View