চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ধ্রুব এষের উপন্যাস থেকে চলচ্চিত্র

জনপ্রিয় প্রচ্ছদশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষের ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। নাম ‘উত্তর পুরুষ’। পরিচালক দীপান্ত সরকার। পরিচালক এরই মধ্যে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ শুরু করেছেন। রামলীলা প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।

ধ্রুব এষ বলেন, ‘দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসাবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। সিনেমার জন্য গল্পে প্রয়োজনীয় পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোনো বাধা নেই। আমি শুধু চাই একটা ভালো সিনেমা তৈরি হউক।’

Bkash July

দীপান্ত সরকার বলেন, ‘ধ্রুব এষ বাংলাদেশের কিংবদন্তী প্রচ্ছদ শিল্পী। এর বাইরেও তিনি একজন শক্তিমান গদ্যকার। শঙ্খনীল দাস স্মরণসংখ্যা উপন্যাস থেকে তা স্পষ্ট বোঝা যায়। ধ্রুব এষের জীবনের প্রচ্ছন্ন ছায়া রয়েছে এখানে। আশা করছি, দর্শক তা পর্দায় দেখতে পাবেন।’

চলিচ্চিত্রের গল্প প্রসঙ্গে দীপান্ত সরকার জানান, নাগরিক জীবনের কোলাহলে বেড়ে ওঠা তরুণ লেখক সম্প্রদায়, এক লিটলম্যাগ পরিবার, চিত্রশিল্পী, সাংবাদিক আর চেনা কিছু মুখ। আকষ্মিক দেখা চেনা-অচেনা শঙ্খনীল দাসের। রহস্য ঘেরা এই কবি শঙ্খনীল দাস। সুদীপ্তা কখনো তাকে বুঝেছে অথবা বোঝেনি। ইরতেজার ছাপাখানায় ভালোই চলছিল প্রতিদিনের সৃজনশীল আড্ডা। হঠাৎ এক ভোরে শঙ্খনীল দাসের লাশ পাওয়া যায় ইরতেজার ছাদে। সংশয়-সন্দেহ ঘনিভূত হতে থাকে সবার হৃদয়ে। সবার চোখে প্রশ্ন— কেন, কীভাবে? এর মধ্যে আরেকটি প্রশ্ন তৈরি হয় শঙ্খনীল দাসের ঠিকানা আর পরিচয় নিয়ে। অনিমেষ ও ইরতেজা ছোটে শঙ্খনীল দাসের পরিচয়ের সন্ধানে। এবাদুরের ছবি আঁকা বন্ধ হয়ে যায়, তার স্বপ্নে আবির্ভূত হয় শঙ্খনীল দাস।

Labaid
BSH
Bellow Post-Green View