চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ধর্ম মন্ত্রণালয় ছাড়া মন্ত্রিসভায় সহসা পরিবর্তন হচ্ছে না: ওবায়দুল কাদের

ধর্ম মন্ত্রণালয় ছাড়া সহসাই মন্ত্রিসভায় তেমন কোন পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Bkash July

তিনি বলেন: ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্যকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তিনি শপথ নেবেন। এ মুহূর্তে মন্ত্রিসভায় আর কোন পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ধর্ম মন্ত্রণালয় যেহেতু খালি সেজন্য সেটা পূরণ করছে। আর কোনো পরিবর্তন সহসা হচ্ছে না।

তিনি বলেন: করোনাকালে মন্ত্রিপরিষদের কিছু বিষয় আছে। কাজের বিষয় আছে। ফিজিকাল প্রেজেন্ট দিয়ে কাজ করা কঠিন। জরুরি ভিত্তিতে কোন পরিবর্তন দরকার আছে বলে মনে করছেন না প্রধানমন্ত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View