চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেড় ঘণ্টা বন্ধ থাকার পরে মাওয়া ঘাটের নৌ চলাচল স্বাভাবিক

দেড় ঘণ্টা নৌ চলাচল বন্ধ থাকার পর মাওয়া ঘাটের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। এর আগে রোববার ১১ টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরণের যান চলাচল বন্ধ করা হয়েছিল।

রোববার মাওয়া লঞ্চ ঘাটে চলছে ঘরমুখো মানুষের চাপ বাড়ছেই।  আবহওয়া ভালো হওয়ার ফলে লঞ্চ ছেড়ে যাচ্ছে কাওড়াকান্দির উদ্দেশে।

লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার মুখে পদ্মা উত্তাল হয়ে উঠলে নৌরুটে ফেরী ও অন্যান্য সকল ধরণের নৌযান সকালে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তা প্রফুল্লা জানিয়েছেন, ফেরী ও সকল ধরনের নৌযান চলাচল সকালে বন্ধ থাকায় নৌরুটের শিমুলিয়া ঘাটে ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন ফেরী অপেক্ষায় রয়েছে।

ঈদ উপলক্ষ্যে ৩ টি রো-রো ফেরীসহ সর্বমোট ১৮টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে। এছাড়া নৌরুটে ৮৭ টি লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট করছে।

তবে এ রুটে সকাল থেকে চোখে পড়ার মতো যাত্রী বা যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়ছেই।