চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে প্রবল বন্যার আশঙ্কা আবহাওয়াবিদদের

দেশে প্রবল বন্যা হতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ব্রহ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে গত বছর রেকর্ড করা পানির সর্বোচ্চ বিপদসীমা অাগামী তিন দিনে অতিক্রম করে পরবর্তী ৭-৮ দিন প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিনে গঙ্গার পানিও বিপদসীমার কাছকাছি যাবে। প্রধান এ দুই নদীর পানি বেড়ে ১৯৮৮ সালের বন্যা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তরা।

সাধারণত গঙ্গা অববাহিকায় আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও নেপালে বন্যা হয়। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। আবার ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় জুলাই-আগস্টে বন্যা হয়। আর মেঘনা অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যা হয়ে থাকে।

কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ ব্রহ্মপুত্র-যমুনা অংশে পানি বাড়ার হার গড়ে ৫০ সেন্টিমিটার। এরই মধ্যে চিলমারি, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

২০১৬ সালের ২৯ জুলাই ব্রহ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ২০ দশমিক ৭১ মিটার, যা ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। ১৯৮৮ সালে ওই পয়েন্টে পানির উচ্চতা ছিল বিপদসীমার উপর ২০ দশমিক দশমিক ৬২ মিটার।

আগামী ২৩ আগস্ট অমাবস্যার সময় উচ্চ মাত্রার জোয়ারের চাপ থাকবে চাঁদপুর মেঘনা অংশে। সব মিলিয়ে দেশে মারত্মক বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশের প্রধান নদ-নদীগুলোর বাঁধ রক্ষণাবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। এজন্য স্থানীয় প্রশাসনকে সর্তক করা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণকে সরিয়ে নেয়ার পরামর্শও দিয়েছেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: