
আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আবারও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের স্বভাব সুলভ চরিত্র সবসময় সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়া। এবারও একই অবস্থা তৈরি করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। দেশের সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক মত বিনিময় সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকের শুধু নয়, ১৯৭৩ সালে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল, তখন জনপ্রিয়তাও ছিল। তখনও সেই নির্বাচনে তারা কাউকেও ছাড় দেয়নি। গত ১৪ বছরের ইতিহাসটাই হলো তারা একে একে সমস্ত পরিবর্তন করে দেশের সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে।
বিএনপি’র মহাসচিব বলেন, ওবায়দুল কাদের কথা আমরা কোন হিসেবে ধরি না। তিনি নিজে কিছু বলেন না। প্রধানমন্ত্রী যা বলে দেন, তাই তিনি বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, জেলা অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলেরনেতাকর্মীরা।