চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশের প্রথম স্মার্ট দুগ্ধ খামার কোথায়?

দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে ডিজিটাল সুবিধা সম্বলিত দুগ্ধ খামার। স্মার্ট প্রযুুক্তি সংযুক্ত গাভীর সার্বক্ষণিক তথ্য সরবরাহ হচ্ছে কম্পিউটারে। খামারি ও প্রযুুক্তি সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট খামার সাধারণ খামারের চেয়ে হবে অনেক বেশি লাভজনক।

পৃথিবীর উন্নত রাষ্ট্রে দুগ্ধ খামার তথা প্রাণি সম্পদ খাতে স্মার্ট প্রযুক্তি পৌঁছেছে কয়েক বছর আগে। আর দেশে প্রথমবারের মতো এই প্রযুুক্তির যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী এম এ সবুরের দুগ্ধ খামার থেকে। খামারের ২০০ গরুর মধ্যে ৮টি গাভীকে প্রাথমিকভাবে আনা হয়েছে স্মার্ট প্রযুক্তির আওতায়।

প্রযুক্তি সরবরাহে সহযোগিতা করেছে গ্রামীণফোন। গলায় ঝোলানো নেকট্যাগ আর কানে যুক্ত স্মার্ট ট্যাগ এর মাধ্যমে গাভীর শারিরীক পরিস্থিতির সব তথ্য চলে যাচ্ছে কম্পিউটারে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে মোকাবিলা করা সম্ভব অনেক ঝুঁকি। এমনকি লোকসানের হাত থেকে রক্ষা করা সম্ভব খামার।

তাই প্রাথমিকভাবে ব্যয়বহুল হলেও দীর্ঘ মেয়াদে এর বৈপ্লবিক ফলাফলের কথাও জানাচ্ছেন তারা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: