চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দেশীয় প্রযুক্তির নিরাপত্তায় কাজ করবে বেসিসের ডোমেইন ও হোস্টিং ফোরাম

দেশীয় তথ্য এবং প্রযুক্তির নিরাপত্তা, দেশি ডোমেইন এবং ক্লাউড হোস্টিং সেবাদাতা কোম্পানির ব্যবসায় নিরাপত্তা এবং ব্যবসা বৃদ্ধিতে কাজ করবে বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরাম।

ফোরামের আহ্বায়ক জনাব ইমরান হোসেন এ তথ্য জানান।

Bkash July

গত ৪ এপ্রিল অনলাইনে বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরামের ১ম সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত ফোরামের টিওআর প্রস্তুতের নিমিত্তে, ফোরামের সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত এবং কমপ্ল্যায়েন্স ফর্ম তৈরি করে বিটিআরসি ও ডিএসএ এর সাথে আলোচনার জন্য তিনটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়।

Reneta June

এছাড়াও ফোরামের সদস্য হওয়ার জন্য বেসিসের সদস্যপদ বাধ্যতামূলক না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা হয় করোনার ফলে সৃষ্ট সংকট নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে।

সভায় সভাপতিত্ব করেন বেসিসের ডোমেইন ও হোস্টিং সম্পর্কিত ফোরামের আহ্বায়ক জনাব ইমরান হোসেন। সূচনা বক্তব্য দেন বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর। বিশেষ আমন্ত্রণক্রমে সভায় অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান।

বেসিস নির্বাহী পরিষদের পক্ষে দায়িত্বপ্রাপ্ত হিসেবে সংযুক্ত ছিলেন সহ-সভাপতি (প্রশাসন) জনাব শোয়েব আহমেদ মাসুদ।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য সংযুক্ত থেকে আলোচনায় অংশ নেন।

Labaid
BSH
Bellow Post-Green View