চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দেশব্যাপী ৫৩ প্রেক্ষাগৃহে চলবে ‘বিবাহ অভিযান’

আমদানি চুক্তির ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই) থেকে দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিবাহ অভিযান’…

আমদানি চুক্তির ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসহ দেশজুড়ে একযোগে ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দাম্পত্য জীবনের মধুর কলহ উপজীব্য করে নির্মিত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’।

গেল মাসেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারকাবহুল ছবি ‘বিবাহ অভিযান’। ভারতীয় দর্শকদের মন জয় করে এবার আমদানি চুক্তির ভিত্তিতে ২৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চলবে ছবিটি। ছবিটি বাংলাদেশে আমদানি করছে প্রাইম প্রোডাকশন।

Bkash July

কলকাতার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিটি বাংলাদেশে মুক্তির প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, হাস্যরস নির্ভর এই চলচ্চিত্রটি সিনেমা হলে দমফাটানো হাসির উপলক্ষ তৈরি করে দেবে বারংবার। দেশে আমার ভক্তদের সাথে সিনেমাটি একত্রে দেখবো বলে অপেক্ষায় ছিলাম এতোদিন। চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের সাথে একত্রে শীষ বাজিয়ে আর হইহুল্লোড় করে হল মাতিয়ে রেখে সিনেমা দেখার তর সইছেনা মোটেই।

বিবাহ অভিযান-এর নির্মাতা বিরসা দাশগুপ্ত বলেন, শিল্পের কোন সীমানা হয়না। সমগ্র বাংলা দুটো মানচিত্রে বিভক্ত হলেও প্রতিটি বাঙালির ভাষা ও সংস্কৃতি এক ও অভিন্ন। বিনোদনের প্রশ্নেও ভীষণ মিল রয়েছে আমাদের অভিরুচিতে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবসময়ই একটি স্বপ্ন ছিলো সকল বাংলাভাষীর বিনোদনের খোরাক তৈরি করবো। বাংলাদেশে ‘বিবাহ অভিযান’ এর মুক্তির মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ হতে চলেছে। ভারতের বাজারে বক্স অফিস সাফল্যের পর এবারে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নেবার অপেক্ষায় বিবাহ অভিযান।

Reneta June

আমদানিকার প্রতিষ্ঠান-এর তরফ থেকে জানানো হয়, ২৬ জুলাই (শুক্রবার) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স, যশোরের মনিহার, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা ও দেশজুড়ে আরো ৪৫টি সিনেমা হল সহ মোট ৫৩টি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘বিবাহ অভিযান’।

বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য।

Labaid
BSH
Bellow Post-Green View