চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দুুর্নীতি দূর করে বিচার বিভাগকে আরও গতিশীল করাই চ্যালেঞ্জ

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দুুর্নীতি দূর করে বিচার বিভাগকে আরও গতিশীল করাই এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে যেভাবেই হোক বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করবেন বলে তিনি মন্তব্য করেছেন।

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি এসব কথা বলেন।

Bkash July

শুক্রবার শপথ পাঠ ও নতুন বছরের প্রথম দিন দায়িত্ব গ্রহণ করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

এ খবরের পরপরই কাকরাইলের জাজেস কমপ্লেক্সের বাংলোয় শুভাকাঙ্খীরা আসেন নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানাতে। আনন্দঘন সেই মুহূর্তে চ্যানেল আই এর সাথে কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Reneta June

এসময় প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: 

Labaid
BSH
Bellow Post-Green View