
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আন্তর্জাতিক রেডক্রস কমিটি-আইসিআরসি’র আয়োজনে প্রতিবন্ধীদের ক্রিকেটে অংশ নিয়েছে বাংলাদেশ দল।
সর্বশেষ পাকিস্তানের সাথে খেলায় হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। ছয় ম্যাচের এই পর্ব থেকে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। আগামী ২৪ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) সহযোগিতায় এই আয়োজন করা হয়।

গত বছর ঢাকায় প্রথম এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে। ওই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান।