টাঙ্গাইলের ভুঞাপুরে পারিবারিক কলহের জেরে ২ শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে মা। পরে ফ্যানের পাখা ভেঙে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে জীবিত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল ) দুপুরে উপজেলার পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পূর্নবাসন এলাকার ইউসুফের ছেলে সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)। আহত হয়েছেন শিশুদের মা সাহিদা বেগম ।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিহতের বাবা শিশুসহ তাদের মাকে ঘুমন্ত অবস্থায় রেখে মাছ ধরতে যায়। সকাল ১১টা বাজলেও সাহিদা ঘর থেকে বের না হলে ডাকাডাকি করেও তার কোন সারাশব্দ পাওয়া যায়নি। পরে শিশুদের বাবাকে খবর দেয়া হলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় লোহা দিয়ে ঘরের বেড়া খুলে ভেতরে ডুকে শিশুদের মৃত অবস্থায় ও সাহিদাকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পারিবারিক কলহের জের ধরে ২ শিশুকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে মা। এসময় ফ্যানের পাখা ভেঙে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে হাসপাতালে পুলিশ পাহারায় রাখা হয়েছে।