সোমবার সকাল দশটার একটু পরেই পুরো মুম্বাই শহর হয়ে পড়ে বিদ্যুৎহীন। আলো নিভে যায় সব ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালতের। বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক ট্রেন চলাচল। প্রায় দুই ঘণ্টা পর ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
হঠাৎ শহরে এরকম বিপর্যয় নেমে আসার প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড তারকারাও টুইটারে এই বিষয়ে মন্তব্য করেছেন।
অমিতাভ বচ্চন টুইট করেছেন, ‘পুরো শহরে বিদ্যুৎ নেই। কোনোমতে এই বার্তাটি দিতে পারলাম। সবাই শান্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে।’
নির্মাতা অশোক পণ্ডিত লিখেছেন, মুম্বাই শহর এরকম ঘটনা আর দেখেনি। প্রশাসনের ব্যর্থতার আরেকটি নমুনা দেখা গেলো।’
কঙ্গনা রানাউত টুইট করেছেন, ‘মুম্বাইতে পাওয়ার কাট, আর মহারাষ্ট্রের সরকার কঙ্গনা নিয়ে পড়ে আছে।’
অভিনেতা অনুপম খের এবং গায়ক আরমান মালিকও হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পাওয়ার কাট নিয়ে মন্তব্য করেছেন।
মুম্বাইয়ে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত টাটা ইলেকট্রিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। কেন এত বিশাল জায়গা জুড়ে গ্রিড ফেল করল সেটা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। -ইন্ডিয়াটিভি