চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দীপিকার পোশাকে লেডি গাগার লাইক

১৮ মে এবারের কান আসরের দ্বিতীয় এবং শেষ উপস্থিতি ছিল দীপিকা পাডুকনের। পা খোলা সবুজ গাউনে কান-এর লাল গালিচা মাতিয়েছেন দীপিকা। চোখ রাঙিয়েছেন সবুজ আই মেকআপে। কানে দুল এবং আঁটসাঁট করে বাঁধা চুল ছিল দীপিকার। দীপিকার এই পোশাক অনেকের নজর কেড়েছে। মার্কিন পপ শিল্পী লেডি গাগার নজরও এড়ায়নি দীপিকার এই পোশাকটি।

দীপিকার গাউনটি মার্কিন ব্র্যান্ড ব্র্যান্ডন ম্যাক্সওয়েলের। ব্র্যান্ডন ম্যাক্সওয়েল ব্র্যান্ডটি সামাজিক মাধ্যমে দীপিকার ছবিটি প্রকাশ করে। সেই ছবিতে লাইক দিয়েছেন লেডি গাগা। বিচিত্র ফ্যাশনের জন্য আলোচিত এই তারকার বেশ পছন্দ হয়েছে দীপিকার লাল গালিচার ফ্যাশন।

Bkash July

এর আগে গত ১৭ মে দীপিকা মারচেসা ব্র্যান্ডের হালকা বেগুনি রঙা স্বচ্ছ গাউনে সেজেছিলেন দীপিকা। ৩১ বছর বয়সী এই তারকা গলায়-কানে হীরার গয়না পরেছিলেন। পায়ে ছিল উঁচু হিলের জুতো। মিড-ডে।

Labaid
BSH
Bellow Post-Green View