Site icon চ্যানেল আই অনলাইন

দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি বাংলাদেশ

ইডেন টেস্টে বাংলাদেশকে গোলাপি বলে খেলার প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলোয়াড়-কোচদের সঙ্গে আলোচনার পর তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোহলিদের বিপক্ষে ২২-২৬ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে দিবা-রাত্রির।

হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘নতুন অভিজ্ঞতা নিতে রোমাঞ্চিত দল। ভারতও যেহেতু গোলাপি বলে আগে খেলেনি, তাতে দুই দলের নতুন অভিজ্ঞতা হবে ইডেন টেস্টে।’

ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে কোচ-খেলোয়াড়দের উপর বিসিবি ছেড়ে দেয় সিদ্ধান্তের ভার। মঙ্গলবার সাংবাদিকদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে দিলেন হেড কোচ।

এর আগে মার্চে বাংলাদেশের কাছে এমন একটি প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড। সেবার নিউজিল্যান্ড বোর্ডকে ‘না’ বলে দিয়েছিল বিসিবি। ২০১৬ সাল থেকে শুরু হওয়া গোলাপি বলে ফ্লাডলাইটের টেস্ট এরইমধ্যে প্রায় সব দেশই খেলে ফেলেছে। খেলার অভিজ্ঞতা নেই কেবল বাংলাদেশ ও ভারতের।

Exit mobile version