নাশকতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের ৩১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২২জানুয়ারি) সকালে দিনাজপুর শহরের রেল ষ্টেশন, বাহাদুর বাজার ও জিলা স্কুলের সামনের এলাকা থেকে পৃথকভাবে তাদের আটক করে কোতোয়ালি থানা এবং গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসে করে শহরের এসে তারা নাশকতার চেষ্টার পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের বাসসহ আটক করে।