চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দলে ফেরার সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতেও স্মিথ-ওয়ার্নার

একটা বছর জাতীয় দল থেকে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে দূরে রেখে যেন মস্ত অন্যায় করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া! বড় আয়োজনের মধ্য দিয়েই তাই বল টেম্পারিংয়ে নিষিদ্ধ দুই ক্রিকেটারকে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা সেরেছে বোর্ডটি।

বিশ্বকাপ দলে তো জায়গা মিলেছেই, সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতেও যোগ করা হয়েছে সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ককে!

বিশ্বকাপ মাথাতে থাকলেও স্মিথ-ওয়ার্নারকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল পরিকল্পনা অ্যাশেজ কেন্দ্রিক। গত এক বছর অভিজ্ঞতার অভাবে খাবি খাওয়া দলটিতে স্মিথ-ওয়ার্নারের সংযোজন ভারসাম্য আনবে বলেই ভাবনা বোর্ডটির। দলে ফিরে যেন বাড়তি কোনো অস্বস্তিতে পড়তে না হয় সেই ভাবনা থেকেই চুক্তিতে রাখা হয়েছে দুজনকে।

আপাতত এক বছরের চুক্তিতে আছেন স্মিথ-ওয়ার্নার। মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।

স্মিথ-ওয়ার্নার ফিরলেও কপাল পুড়েছে মিচেল মার্শের। গত গ্রীষ্মে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে ভারতের বিপক্ষে ব্যর্থতার দায়ে চুক্তিতে রাখা হয়নি এ অলরাউন্ডারকে। পাশাপাশি কার্টিস প্যাটারসন, ম্যাট রেনশকেও বাদ দেয়া হয়েছে চুক্তি থেকে।