রবিবার আনুষ্ঠানিকভাবে পর্দা নামলো ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনটি ৯ দিন পর শেষ হলো।
সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে এবার দর্শক পছন্দে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ এবং এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’।
তবে এ বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’।
এবারের উৎসবে প্রায় ৭০টি দেশের ২২৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে। এগুলো দেখানো হয়েছে ঢাকায় জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার, আলিয়স ফ্রঁসেজসহ কয়েকটি স্থানে।