চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দর্শক জরিপ ২০২০: বলিউডে সেরা খলনায়ক কে?

প্রায় দেড় মাস যাবত দর্শক শ্রোতাদের উপর জরিপ চালিয়েছে ভারতীয় বিনোদন নির্ভর সংবাদ মাধ্যম কইমই ডটকম। তাদের দর্শক পোলের উপর জরিপ চালিয়ে প্রকাশ করেছে ২০২০ সালের সেরা খলনায়কের তালিকা।

যেখানে পারসেন্টেজের ভিত্তিতে তালিকা গঠন করা হয়েছে। তবে শুধু সেরা খলনায়ক নয় এর পাশাপাশি সেরা মিউজিক অ্যালবাম, সেরা আন্তর্জাতিক ট্র্যাক, সিনেমার গানে সেরা নারী শিল্পী (শ্রেয়া ঘোষাল) এবং সেরা পুরুষ শিল্পী (অরিজিত সিং) এরও তালিকা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।

Bkash July

জরিপে দর্শকের অংশ গ্রহণের ভিত্তিতে বেশি ভোট পেয়ে ২০২০ সালের সেরা ভিলেন নির্বাচিত হয়েছেন সাইফ আলী খান। পার্সেন্টেজের ভিত্তিতে খলনায়কের তালিকা:

সাইফ আলী খান (তানহাজি: দ্য আনসং ওয়ারিয়র) (৪২%)
পঙ্কজ ত্রিপাঠি (লুডো) (৩৯%)
কুনাল খেমু (মালাং) (৮%)
হর্ষবর্ধন রানে (তাইশ) (৭%)
আরশাদ ওয়ারসি (দুর্গামতি) (৩%)
জয়দীপ আহলাওয়াত (খালি পিলি) (১%)

Labaid
BSH
Bellow Post-Green View