চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দর্শকের বিশেষ অনুরোধে ‘কৃষকের ঈদ আনন্দ’ পুনঃপ্রচার ২২জুন

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদে টেলিভিশনের সেরা বিনোদন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। অগণিত দর্শকের বিশেষ অনুরোধে ‘কৃষকের ঈদ আনন্দ’ পুনঃপ্রচার হবে ২২জুন শুক্রবার সকাল ১০টা ১৫মিনিটে চ্যানেল আইতে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি ধারণ করা হয়। চলনবিল এলাকার কৃষি বৈচিত্র, লোকজ সংস্কৃতি, খেলা, গ্রামীণ জীবনের নানান গল্পে সমৃদ্ধ এই অনুষ্ঠানটি এবারও দর্শকপ্রিয় হয়েছে।

বেহুলা-লখিন্দরের গল্প, সিরাজগঞ্জের তাড়াশ জনপদের ইতিবৃত্ত, বিনসাড়া গ্রামের গা-হিম করা কল্প-কাহিনী, দেশ-বিদেশের প্রতিবেদন ছাড়াও ছিল বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বউয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায়, দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্র সব জমজমাট খেলা।