
ধনী দেশগুলো যদি তাদের অবশিষ্ট করোনাভাইরাস ভ্যাকসিনের ডোজ দরিদ্র দেশগুলোকে একবারে অনেক বেশি পরিমাণে সরবরাহ করে তাহলে মিলিয়ন মিলিয়ন ভ্যাকসিন ডোজ অপচয় হবে বলে সতর্ক করেছে ইউনিসেফ।
এই দাতা সংস্থার মতে, এসব দেশে বরং একটু স্থির সরবরাহ দরকার পুরো বছর জুড়ে। কারণ দরিদ্র দেশগুলোর একবারে এত এত ডোজ ব্যবহারের সক্ষমতা নেই।
যুক্তরাজ্য ও অন্যান্য দেশ তাদের উদ্বৃত্ত ডোজগুলো সরবরাহ করার কথা জানিয়েছে কিন্তু তাদের আরও আগে ভ্যাকসিন প্রদানের কথা বলা হয়েছিলো।
বেল্লি এলিস, প্রিয়াঙ্কা চোপড়া, কেটি পেরি এবং ডেভিড বেকহামের মতো তারকারা ইউনিসেফের এই আহ্বানে সমর্থন জানিয়েছেন।

এসব তারকার স্বাক্ষর করা যুক্তরাজ্যসহ ধনী দেশগুলোর জোট জি-সেভেন গ্রুপকে লেখা এক চিঠিতে বলা হয়, যেন তারা তাদের ভ্যাকসিনের ২০ শতাংশ আগস্ট মাসের মধ্যেই দান করে।
বেকহাম বলেন, যদি সব জায়গা থেকে এই মহামারী শেষ না হয় তাহলে কোথাও থেকে এই মহামারী শেষ হবে না।
ইউনিসেফের ভ্যাকসিন প্রধান লিলি চাপরানি বিবিসি নিউজনাইটে বলেন, দেশগুলো নিজের জনগণকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সারাবিশ্বে ভ্যাকসিন দেওয়া উচিত।
তিনি জিসেভেন দেশগুলোকে এখনই ভ্যাকসিন বিতরণ শুরু করে পুরো গ্রীষ্মকাল এবং বাকি বছরজুড়ে বিতরণ করার আহ্বান জানিয়েছেন।